দর্শনা রেলবন্দরে আর.সি.সি নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে লোডিং-আনলোডিং রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আর.সি.সি) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় দর্শনা রেলইয়ার্ডে আর.সি.সি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে পাকশী’র বিভাগীয় প্রকৌশলী-১, বীরবর মণ্ডলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন হাজী আলী আজগার টগর, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্রাক) আসাদুল হক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌরমেয়র মতিয়ার রহমান।

পরবর্তীতে বেলা ১২টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুরে নবনির্মিত পলিটেকনিক স্কুল এ্যাণ্ড কলেজে-২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানসহ অন্যরা।

ফেব্রুয়ারি ১২, ২০২১ at১৮:২৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমআরএইস