রাণীশংকৈলের পৌর নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, আহত ৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়”বাংলাদেশ জাতীয়তাবাদী” যুবদলের আহবায়ক কমিটিতে সিনিয়র নেতাকর্মীদের সদস্য পদে রাখায় গোটা উপজেলার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ প্রকাশ সহ তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সাক্ষরিত এক প্যাডে মোহাম্মদ এনামুল হক এনামকে যুবদলের আহবায়ক ও আবু সায়েমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে এক বছর মেয়াদী ৪৪ সদ্যস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহবায়ক,২৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে।,

এমন তরিগরী করে কমিটি করায় উপজেলার যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ নিজ ফেসবুক থেকে নিজেদের পদ-পদবী প্রত্যাহরের ঘোষণা করেছেন।তারা সবাই প্রত্যাহরের ঘোষণা উল্লেখ করে সিনিয়র নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষন করেছেন যাতে পুনরায় বিবেচনা করা হয়।,

সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও উপজেলা পল্লী বিদ্যুৎ এর পরিচালক মোঃ আমির শাহ বলেন,দলের জন্য সবসময় সক্রিয় ছিলাম এখনো আছি থাকব।তিনি আরো বলেন-২০১৮ সালের নির্বাচনে নাশকতা মামলার জন্য এক মাস জেল খেটেছি,এখনো তিনটি নাশকতা মামলা রয়েছে তবুও দল ত্যাগ করিনি। দলের জন্য এত কিছু কারার পর সদ্য ঘোষিত যুবদলের আহবায়ক কমিটিতে আমাকে সদস্য পদে রাখা হয়েছে এই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মুল্যয়ন করা হয়নি আমি আমার সদস্য পদ প্রত্যাহার করেছি।,

জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক বলেন,আমাকে উপজেলা যুবদলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে আমি আহবায়ক প্রার্থী ছিলাম।তিনি আরো বলেন-সদ্য ষোষিত কমিটিতে সিনিয়র নেতাকর্মীদের প্রাধন্য দেয়া হয়নি অনেক সিনিয়র নেতাকর্মীদের সদস্য পদে রাখা হয়েছে,এতে দলের নেতাকর্মীদের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে আমি মনে করি।,

তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুকন উদ্দিন বলেন,উপজেলা যুবদলের আহবায়ক কমিটিতে সিনিয়র ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়ন করা হয়নি।এমন তরিগরী করে কমিটি করায় উপজেলার অনেক নেতাকর্মীগন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন,এমনকি সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে গোঠা উপজেলায় আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।,

ফেব্রুয়ারি ১১, ২০২১ at১৫:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ওএইসএম/এমআরএইস