শ্রীপুরের খামারপাড়া বিনামূল্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু সালমান ফার্মেসীর

বৈশ্বিক করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার কোন বিকল্প নাই, এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে বিনামূল্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে সালমান ফার্মেসী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। আজ ২২ মে শুক্রবার দুপুরে মিলাদ মাহফিল ও বিনামূল্যে মাস্ক বিরতণের মধ্য দিয়ে যাত্রা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়।

এ সময় উপস্হিত ছিলেন সালমান ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা, খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও চিকিৎসক মোঃ শাহাদত হোসেন মোল্যা, খামারপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ শরিফুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান মুকুল প্রমূখ।

এ সময় সালমান ফার্মেসী স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, ঔষুধ ফার্মেসীর ব্যবসা একটি মহৎ এবং জনকল্যানমূলক ব্যবসা। করোনার মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকেই। আমি নতুন করে এ ব্যবসা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি ইতিমধ্যে বিনামূল্যে মাস্ক বিরতণ করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

জানুয়ারী, ২৩, ২০২১ at ১৬:১৪:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমআরএইস