চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান:১৫ হাজার ৫ শত টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় ও ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে বিভিন্ন কারণে ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার ১৯ জানুয়ারী বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব চুয়াডাঙ্গার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক জনাব কে,এম মুহসীনিন মাহবুব উপস্থিতিতে দৌলতদিয়াড় ও ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে ড্রাগ লাইসেন্স না থাকায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় ভেষজ ইউনানি চিকিৎসা কেন্দ্র কে ৫০০০/- টাকা, ডিলিং লাইসেন্স না থাকায় সাজিম মটরসকে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৫০০০/- টাকা।

মাস্ক পরিধান না করার অপরাধে একজন ফার্মেসির মালিককে ৫০০/- টাকা এবং জনগনের যাতাযাতে অসুবিধা সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে ৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। সহযোগিতায় ছিলেন পেশকার মোঃ সোবহান আলী,অফিস সহায়ক মোঃ আরমান আলী সহ চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যরা।

জানুয়ারী, ১৯, ২০২১ at ১৯:৫৯:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমএমআর