পাইকগাছা পৌরসভা নির্বাচনে পোস্টারে সয়লাব পুরো এলাকা

পাইকগাছা পৌরসভা নির্বাচনে পোস্টারে সয়লাব পুরো এলাকা। ভ্যান যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের সমর্থিত লোক জন পোস্টার লাগিয়ে চলেছে, চলছে মাইকিং। মাইকে পরিচিত গানের সুরে চাওয়া হচ্ছে ভোট। আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুরো পৌরসভা জুড়ে নির্বাচনী পোস্টারে পোস্টারে সয়লাব হয়ে গেছে। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারণা তেমন চোখে না পড়লেও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর পুরো এলাকা। নিজের পক্ষে ভোট চাইতে ভোটারদারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা ও তাদের সমর্থী লোক জন। নিজের পরিচিতি ও নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের কাছে বিতরণ করছেন লিফলেট।

৩০শে জানুয়ারি পাইকগাছা পৌরসভা নির্বাচনে ২টি মেয়র প্রার্থী সহ ৪৬ জন প্রার্থীর মোট ৯ টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে পৌর সদরসহ সরল বাজার, জিরোপয়েন্ট, হাসপাতাল মোড়, শিববাটি, শান্তির মোড় এবং মৎস্য কাটা এলাকায় বইছে নির্বাচনের উৎসবের আমেজ। এসব এলাকার প্রতিটি ওলিগলি প্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে। তবে কাউন্সিলর কে হবেন, কেমন কাজ করবেন, কাকে ভোট দেবে জনগণ এসব নিয়েই এলাকাবাসীর আগ্রহ বেশি।

৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আঃ কাদের সরদার বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা বাড়ছে। সারাদিন শুধু মাইক বাজে। প্রার্থীরা এসে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সাধারণ ভোটাররা শুধু তাদের কথা শুনে যাচ্ছি। তবে আমাদের কাছে যাকে যোগ্য মনে হবে, যিনি এলাকার জন্য কাজ করবেন বলে মনে করি তাকেই ভোট দেবো। ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জিয়াউদ্দীন নায়েব জিয়া তার পানির বোতল প্রতীক নিয়ে গণসংযোগের দায়িত্বে থাকা নুর ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরান হোসেন বলেন, ওয়ার্ডে মোট ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই প্রতিযোগিতাও হবে কঠিন। নিজেদের প্রার্থীদের পক্ষে আমরা এলাকাবাসীর কাছে ভোট চাচ্ছি, প্রার্থীর পক্ষে বিভিন্ন গুণবাচক দিক তুলে ধরছি। বাকিটা ভোটারদের সিদ্ধান্ত। আশা করছি ৩০ শে জানুয়ারি নির্বাচনে এলাকাবাসী যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন।

জানুয়ারী, ১৯, ২০২১ at ১৮:৫০:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইস/এমএমআর