গাইবান্ধা পৌরসভার মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী মতলুবর রহমান

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মতলুবর রহমান (নারিকেল গাছ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বেসরকারিভাবে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রে মতলুবর রহমান (নারিকেল গাছ) পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট।গাইবান্ধা পৌরসভায় মোট ভোটার ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোটাররা তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করেছেন।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মতলুবর রহমান (নারিকেল গাছ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বেসরকারিভাবে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রে মতলুবর রহমান (নারিকেল গাছ) পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট। গাইবান্ধা পৌরসভায় মোট ভোটার ৫১ হাজার ৩শ’ ৮৭ জন। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫শ’ ৫৯০ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৭শ’ ৯৭ জন। ৯টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রের ১শ’ ৫৩টি কক্ষে ভোটাররা তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করেছেন।

জানুয়ারী, ১৭, ২০২১ at ১০:২১:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/একেবি/এমআরএইস