চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন

চুয়াডাঙ্গা জেলায় ঠাণ্ডা বাতাসের দাপট আর কনকনে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠাণ্ডা আর হালকা কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিন্ম আয়ের মানুষ গুলোকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াতে শীত বস্ত্র শীতের পোশাক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। (১৬ জানুয়ারী) শনিবার বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা সদরের রেলওয়ে বস্তি এলাকায় অসহায়,দুস্থ শীতার্ত মানুষের মাঝে, শীতবস্ত শীতের পোশাক বিতরণ করেন।

শীত বস্ত্র বিতরণ কালে নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এ অনুভূতি প্রকাশ করা কঠিন। সদর উপজেলার সকল শীতার্ত অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। আগামীতেও মানুষের পাশে থাকবো।এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মমিতা পারভিন।

জানুয়ারী, ১৬, ২০২১ at ২১:৩৪:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমআরএইস