পাইকগাছা থানার ওসি বাস্ববমুখী পদক্ষেপঃ সঠিক দায়িত্ব পালনে পুরস্কার প্রদান

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ ভিশন পূরণের লক্ষ্যে পাইকগাছা থানায় কর্মরত অফিসার, ফোর্সদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা লক্ষে এরই ধারাবাহিকতায় বুধবার সকালে থানার এসআই ও কনস্টেবলদের নিয়মিত ডিউটির পাশাপাশি থানার রেজিস্ট্রার সমূহ রক্ষণাবেক্ষণ, সাধারণ ডায়রী, এজাহার লেখা, জব্দ তালিকা, তল্লাশি তালিকা, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাতে তারা অফিসারদের সহায়তার মাধ্যমে থানার কার্যক্রমকে গতিশীল করতে পারে।

কাজের স্বীকৃত স্বরূপ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলের জন্য এএসআই নাসির উদ্দিন; রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণে সহায়তা, নারী-শিশু-বৃদ্ধ হেল্প ডেস্ক ও মুন্সির কাজে সহায়তার জন্য নারী কনস্টেবল ছবি রানী দাস, নীলিমা আক্তার, শারমিন আক্তার, কারিমা খাতুন, সুমাইয়া খানম, স্বর্ণা খানম, ইরাতুন্নেছা লিনা; নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য ওয়্যারলেস অপারেটর প্রশান্ত কুমার ঘোষ ও মিলন হোসেন; কম্পিউটার অপারেটর শান্ত দে ও মিন্টু কুমার দাস; মেস ম্যানেজার মনির হোসেন; ড্রাইভার আক্তারুল ইসলাম ও উত্তম মল্লিককে পুরষ্কৃত করেছেন ওসি এজাজ শফী। তিনি বলেন,আমি আশাকরি তারা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা প্রদান করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

জানুয়ারী, ০৫, ২০২১ at ১৯:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইস/এমআরএইস