চুয়াডাঙ্গা ভ্রাম্যমান আদালতের অভিযান, দুস্থ মানুষের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ

রবিবার ২০ ডিসেম্বর বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ২টি মামলায় চার জনকে সর্বমোট ১,৭০০/- এবং অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে এক জনকে ১,০০০/- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩০০০/- অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি মাস্ক এবং দুস্থ মানুষের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ করেন এবং সবাইকে মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দেন। মহাসড়কের পাশ থেকে কাঠসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওযার জন্য নির্দেশ দেন এবং না সরালে মোবাইল কোর্ট করে জরিমানা করা হবে বলে হুশিয়ার করেন। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যরা।

ডিসেম্বর, ২০, ২০২০ at ২১:১১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমজেইউ