বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর ধৃষ্ঠতামূলক মন্তব্য এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও কর্মকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ঝিনাইদহ কেসি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট সুইজারল্যান্ড শাখার প্রথম সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা শুরু

জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায়
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠী অপরাজনীতি শুরু করেছে। তাদের এই অপ-তৎপরতা রুখতে ছাত্রলীগের নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান।

২৩ নভেম্বর, ২০২০ at ১৮:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএস/আরএইচ