পাইকগাছায় বৃদ্ধার ঘর তৈরির জন্য চেয়ারম্যান এনামুলের অর্থ প্রদান

পাইকগাছার সোলাদনা ইউনিয়নের উত্তর কাইনমুখী গ্রামের নিঃসন্তান ও বিধবা হতদরিদ্র বৃদ্ধা সরনো ঢালী (৭৫) এর স্বামী মৃত পবন ঢালীর মৃত্যুর পর আয় রোজগার বলতে কেউ নেই। নেই মাথা গুজার মত কোন ঘর। ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী ও অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে চলছে তার জীবন।

এমন বিষয়টি দৃষ্টি গোচর হয় মানবিক চেয়ারম্যান এনামুলের। বসে থাকেননি তিনি। আবেগাপ্লুত মানবদরদী চেয়ারম্যান এসএম এনামুল হক বাড়িয়ে দিলেন সাহায্যের হাত, এগিয়ে যান তার পানে। খুব অভাব অনাটন অসহায় বৃদ্ধার অবস্থা দেখে তার জন্য একটা ঘর তৈরী করতে তুলে দেন নগদ টাকা।

বৃদ্ধা সরনোও আবেগাপ্লুত। দোয়া করতে ভুল করেননি তিনি। বৃদ্ধা সরোনা তার হাত খানা মাথায় রেখে প্রাণ খুলে দোয়া করে বলেই ফেললো বাবা যে মায়ের গর্ভে তোমার জন্ম সে মা-ই ধন্য। তোমার মত সন্তান যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেয়। বাবা তুমি সারাজীবন বেঁচে থাক। তুমি অনেক বড় হও।

১০ নভেম্বর, ২০২০ at ১৯:১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইচ/এমএআর