শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার গাড়ি উল্টে খাদে পড়ে একজন নিহত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার গাড়ি উল্টে খাদে পড়ে ইটভাটা শ্রমিক আশাদুল হক (৪৫) নিহত হয়েছেন। আশাদুল হক উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও দেউলি গ্রামের দেশ ইটভাটার শ্রমিক। মঙ্গলবার (১০ই নভেম্বর) সকাল ৮টার দিকে গাড়িটি উল্টে খাদে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে মাছ চাষ, অনাহারে মৎস্যজীবিরা
সিরাজগঞ্জের চলনবিলে শুটকি তৈরির ধুম
করোনায় আক্রান্ত ৫ কোটি ৮ লাখ, মৃত্যু ১২ লাখ

প্রত্যক্ষ দর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে আশাদুল পায়ে হেঁটে ইটভাটায় যাচ্ছিল। এ সময় সে দেউলি-বদনপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে একই দিক থেকে আসা একই গ্রামের বিল্লাল হোসেন’র শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার নামক একটি গাড়িতে ওঠে আশাদুল। দেউলি গ্রামের নিকট এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের ধারের খাদের মধ্যে উল্টে পড়ে যায় গাড়িটি। সড়কের ধারের খাদের গাইড ওয়ালের ওপর পড়ে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১০ নভেম্বর, ২০২০ at ১৬:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/আরএইচ