কোটচাঁদপুরে জমির আইলে ঘাষ রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের ৭জন আহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের উওর পাড়ায় সংর্ঘষে একই পরিবারের ৭ জন গুরুতর আহত।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত রবিউল ইসলামের কাছে জানা যায়, নিজ জমির আগাছা পরিষ্কার করার সময় মাঠে আইলের উপর আগাছা রাখাকে কেন্দ্র করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তর্ক বিতর্কের জের ধরে দুর্বৃত্তরা বাড়িতে এসে আমার পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা করেন।

এসময় আমার পরিবারের সাতজনকে রক্তাক্ত ও গুরুতর জখম করেন। জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহতদের মধ্যে ভর্তি হয় ডলি, রানী, শেফালী, সোহেল, রবিউল, রুবেল ও রনি।

এ বিষয়ে গত ২৮শে সেপ্টেম্বর সোমবার কোটচাঁদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে আসামি করা হয়েছে কামরুল, আনিস, শাহিনুর, আবুল, খলিল, ইসলাম, রিপন। মুঠোফোনে অভিযোগের বিষয়টি জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন এবং সাংবাদিক কে জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

০৩ অক্টোবার, ২০২০ at ১৯:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমআর/এমএআর