গরীব ও মেধাবী ৫ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ডাঃ সাইফুল ইসলাম শিক্ষার্থী বৃত্তি তহবিল থেকে ৫ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক এ জেড উবাইদুল্লাহ, আতিয়ার রহমান, খবির হোসেন, রত্না রানী, কেয়া শারমিন প্রমূখ।

এ সময় দশম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসান, আসিব বিল্লাহ, নবম শ্রেনীর রিংকি খাতুন, অষ্টম শ্রেনীর মিম খাতুন এবং সপ্তম শ্রেনীর ফারজানা খাতুনের হাতে বৃত্তির ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, শিক্ষার মান উন্নয়নে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁর নিজস্ব অর্থায়নে বৃত্তি প্রদান করে আসছে। বৃত্তির এ অর্থ সামান্য হলেও শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রাপ্তির স্পৃহায় শিক্ষার মান উন্নয়ন হবে। এবং প্রতি ৩ স্তরে বছরে ৪ কিস্তিতে এ বৃত্তি প্রদান করা হবে।

২৩ সেপ্টেম্বর, ২০২০ at ২২:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমএএস