গাঁজা বহন করার অপরাধে একজনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা কালে মোঃ শহিদুল ইসলাম মন্ডল (৬০)কে গাঁজা বহন করার অপরাধে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাত ৯ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান নেতৃত্ব।

চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাজরাহাটি গ্রামের সালামের মোড় নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে নিজ হেফাজতে মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা বহন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মোঃ শহিদুল ইসলাম মন্ডল (৬০), পিতা- মৃত. রমজান আলী মন্ডল, সাং-হাজরাহাটি, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। সহযোগিতায় ছিলেন পেশকার মোঃ সোবহান আলী ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস টিম।

২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এমএএস