পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

খুলনার পাইকগাছায় আগামী ২০ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী হয়েছেন। অপরদিকে বিএনপি উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আঃ মজিদ ধানের শীষ প্রতিকের দলীয় মনোনয়ন পেয়েছেন।

উপজেলার উপ-নির্বাচনে দুু-দলের দুজন নরম প্রকৃতির নেতা নৌকা ও ধানের শীষ নিয়ে অংশ নিচ্ছেন। দুজনই বুধবার মনোনয়ন পত্র জমা দিবেন বলে দলী সুত্রে জানা গেছে। সোমবার সন্ধ্যার পুর্বে আ’লীগের মনোনয়ন বোর্ড আসন্ন উপ-নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা প্রকাশের পর রাতে পাইকগাছায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল পথসভা ও মিষ্টি বিতরণ করেছেন।

পথসভায় নেতৃত্ব দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, আফি আজাদ বান্টি, মাসুদুর রহমান মানিক, এসএম শাহাবুদ্দিন শফিকুল ইসলাম, কামাল আহমেদ, সালাউদ্দিন কাদেরসহ আরো অনেকে। অপরদিকে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী, আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা আ’লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

উপজেলা আ’লীগের সাবেক নেতা এসএম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। উল্লেখ্য,উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর করোনা ভাইরাসে মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সাবেক এমএনএ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর শহীদ এমএ গফুরের পুত্র আনোয়ার ইকবাল মন্টু দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও দলীয় মনোনয়ন বোর্ড, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন -এমপি সহ পাইকগাছা-কয়রার এমপি- আকতারুজ্জামান বাবু’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২২ সেপ্টেম্বর, ২০২০ at ১৭:৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইচ/এমএএস