বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র মোঃ শুভ (১২) উথলী ইউনিয়নের মৃগমারী (বসুতি পাড়া) গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে। সে মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র।

নিহত স্কুল ছাত্রের বাড়িতে উপস্থিত হয়ে জানা যায়, সোমবার (৭ই সেপ্টেম্বর) রাতে শুভ নামের ওই স্কুল ছাত্র কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী স্থানে বনভোজন করে। মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার সময় বনভোজন করার স্থান থেকে গান শোনার জন্য ব্যবহৃত বক্সের তার খুলতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এদিকে স্কুল ছাত্র শুভ’র মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে।

স্কুল ছাত্র শুভ’র লাশ তার নিজ গ্রাম মৃগমারীতে নিয়ে আনা হয়েছে। লাশ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে পরিবারের লোকজন।

০৮ সেপ্টেম্বর, ২০২০ at ১৪:২৫:২৬ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এনআফটি