হাসপাতাল ও মাতৃসদনে রোগীর প্রতি অমানবিক আচরণ প্রতিবাদে অবস্থান কর্মসূচি

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অমানবিক ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়।

গাইবান্ধা পৌর শহিদ মিনারে অবস্থান চলাকালে জেলা সিপিবি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা নেতা মাহমুদুল গণি রিজন, ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মইশাল, মাহাবুব কাজী, যজ্ঞেশ্বর বর্মণ, গুলবদন সরকার, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক জেলা জাসদ নেতা এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ মার্কসবাদী জেলা পাঠচক্র ফোরামের সদস্য সচিব মনজুর আলম মিঠু, প্রগতিশীল নাগরিক সমাবেশের আহবায়ক সাদেকুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা নেতা রেবতী বর্মণ, মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, বাকবিশিশ জেলা সভাপতি নেয়ামুল আহসান পামেল, শিক্ষক ও সংগীত শিল্পী রনজিৎ সরকার, ক্ষেতমজুর নেতা তপন দেবনাথ, প্রদীপ বর্মণ, যুবনেতা রানু সরকার, ছাত্র নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) ও জেনারেল হাসপাতালে রোগী হয়রানি, অনিয়ম, দুর্নীতির সাথে জড়িতদের শুধু বদলী নয় তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও সকল উপজেলা কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

০৫ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:৩৭:৫২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এনআফটি