আধুনিক পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খুলনার পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠার ২৩ বছর পর আধুনিক পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়ছ। মঙ্গলবার দুপুরে শিববাটিতে ৮ কোটি টাকা ব্যয় এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি এজাজ শফী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উল্লেখ্য, ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠা হলেও সাবেক গদাইপুর ইউনিয়ন পরিষদের ভবনে কার্যক্রম চালিয়ে আসছিল।

১ সেপ্টেম্বর, ২০২০ at ১৭:২৫:৪৫ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইচ/এনআফটি