জীবননগরে বৃক্ষ রোপণ কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গার জীবননগর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম শনিবার (২৯শে আগস্ট) বিকালে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে এই বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করেন।

এ সময় তিনি নিজ হাতে বেশকিছু ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের সময় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, সেকেণ্ড অফিসার এসআই বাবুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা থেকে মুক্তিলাভ করেই চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম আবার ও আগের মতো স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। ছুটে চলছেন জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে জেলার প্রত্যেকটা থানায় তার উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হচ্ছে।

২৯ আগস্ট, ২০২০ at ২২:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এমএএস