দর্শনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

তারিকুর রহমান, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বদর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে বদর উদ্দিন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, শরীরে ব্যথা, জ্বর ও বমি নিয়ে সকালে ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।