যবিপ্রবির ল্যাবে ৭৮ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঘোষিত করোনার টেস্টের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যশোর জেলার ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আরও পড়ুন :
যশোরে কঠোর লকডাউন কার্যকরের সিদ্ধান্ত
যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
চারলেন হচ্ছে যশোরের পালবাড়ি-মুড়লি মহাসড়ক

এছাড়া মাগুরার ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের, ঝিনাইদহের ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের, বাগেরহাটের ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও সাতক্ষীরার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা পজিটিভ এবং ১৯৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

জুন ২৫, ২০২০ at ১০:৩৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিবি/এমএআর