যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক ফুটবল খেলোয়াড় বেলাল হোসেনের (৫৩) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে বুধবার ভোরে ৫টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া বুধবার যশোরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে। মৃত বেলাল হোসেনের বাড়ি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে।

তার বড় ভাই অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেন জানান, গত ১৮ জুন বেলাল হোসেনের করোনা শনাক্ত হয়। ওই দিনই তিনি বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এছাড়া তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতেন। বুধবার রাতে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আসলাম হোসেন আরও জানান, বেলাল হোসেন নব্বই দশকের কৃতি ফুটবলার ছিলেন। তিনি সে সময় ঢাকায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স, আদমজি ও ধানমন্ডি ক্লাবে খেলেছেন। তিনি অভয়নগর ফুটবল উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন মৃত্যু আগ পর্যন্ত। এছাড়া বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :
ঠাণ্ডা বা ফ্লু থেকে নিস্তার মিলবে এক কোয়া রসুনেই!
মধ্যরাতে আচমকা মাটির নিচে ঢুকে গেল ৫ বাড়ি
শিশুর করোনার লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ যা করবেন
কৃমির যন্ত্রণায় ভুগছেন? সহজেই মুক্তি মিলবে আট ঘরোয়া উপায়ে
মাস্ক না ফেস শিল্ড, করোনা প্রতিরোধে কোনটি কার্যকর?

ওই ওয়ার্ডের চিকিৎসক মবিনুল ইসলাম জানান, খালেক গাজী নামের এই রোগী এদিন ভোর সাড়ে ৫টার দিকে জ্বরে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আসেন। এ সময় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নেয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মৃত খালেক গাজী যশোর সদরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার যশোরে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজে ৮টি নমুনা পরীক্ষায় একজনের শনাক্ত হয়েছে।

জুন ২৪, ২০২০ at ১৪:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর