গণবিরোধী উচ্চাভিলাসী ও ব্যবসায়ী তোষণের বাজেট প্রত্যাখান ছাত্র ফ্রন্টের

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে ১৩ জুন বেলা ১২ টা বাজেট(২০২০-২১) প্রতিক্রিয়া জানিয়ে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নীলফামারী জেলা শাখা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নীলফামারী জেলা শাখার সংগঠক ও ডিমলা উপজেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,নীলফামারী জেলা সংগঠক ও ডিমলা উপজেলার সাংগঠনিক সম্পাদক মহেন রায়,সদস্য সাজু ইসলাম এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক কমরেড ইউনুছ আলী, বাসদ সদস্য পরিমল রায় প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন ৫ কোটি ৬৮ হাজার টাকার জাতীয় বাজেট গতানুগতিক বাজেটের মতো এই বাজেটেও শিক্ষার্থীদের আশার প্রতিফলন ঘটে নি।অংকে বাজেটের সংখ্যা বাড়লেও শিক্ষাখাতে বাজেটের তেমন কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন :
গডফাদারসহ তিন হাজার মাদক ব্যবসায়ীর তালিকা
ধর্মের কারণে গান ছাড়ছেন আতিফ আসলাম?
রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র খসে গেল

যেখানে ইউনেসকো বলছে আমাদের দেশে মানসম্মত শিক্ষার জন্য জাতীয় বাজেটের ২৫% এবং জিডিপি’র ৬% শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া দরকার সেখানে শিক্ষাখাতে বাজেটের ১৫% এর নিচে ঘুরপাক খাচ্ছে।সরকার স্বাস্থ্য খাতের অনেক উন্নয়নের গল্প শোনালেও করোনা এসে চোখে আঙ্গুল দিয়ে এই উন্নয়নকে বানানো মিথ্যা গল্পে পরিনত করেছে এবং স্বাস্থ্য খাতের যে বেহাল দশা তা সকলকে জানিয়ে দিচ্ছেন।করোনাকালীন সময়ে অনেক বিশেষজ্ঞ আশা করেছেন এবারে বাজেটে কৃষি-স্বাস্থ্য-শিক্ষা খাত বেশ প্রাধান্ন পাবে।তাদের এই আশা নিরাশায় পরিনত হয়েছে।

নেতৃবৃন্দ বলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন মহল দীর্ঘ দিন ধরে শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,গবেষনা সহ উৎপাদনশীল ও জনস্বার্থ খাতে বাজেট বাড়ানোর কথা বললেও সরকার তা আমলে নেয়নি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করে স্বাস্থ্য খাতে সরকারের ২০১১ সালের স্বাস্থ্যনীতি,২০১২ সালের স্বাস্থ্য অর্থায়ন কৌশলপত্র ও করোনার বিশেষ বাস্তবতা অনুযায়ী এ বছর জাতীয় বাজেটের ১২% অর্থাৎ ৬০ হাজার কোটি টাকা,করোনা সংকটের পরে কর্মহীন ও দারিদ্র সীমায় পড়ে যাওয়া ১২ কোটি মানুষের সামাজিক নিরাপত্তা স্কীমের আওতায় আনার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছে।একই সাথে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবি জানাচ্ছে।দেশের সিংহভাগ মানুষ যার উপর নির্ভরশীল এবং যারা দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দেয়ে সেই কৃষিখাতে জাতীয় বাজেটের ১৫%,দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের কর্মসৃজনসহ বেকারদের কর্মসংস্থানের জন্য বিশেষ বরাদ্দে দাবি করছে।একই সাথে দূর্নীতি-লুটপাট বন্ধ করে বাজেটকে শুধু কাগজে দলিলে সীমাবদ্ধ না রেখে একে কার্যকর করার জন্য সরকারে প্রতি আহ্বান জানাচ্ছি।

জুন ১৩, ২০২০ at ১৪:৪৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআর/এমএআর