এমপি ও ডিসি’র ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন : ঢেউটিন, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

ঘুর্নিঝড় আম্পানের আঘাাতে ক্ষতিগ্রস্থ পাইকগাছার গড়ইখালীর কুমখালী এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন। এমপি ও জেলা প্রশাসক শুক্রবার বিকালে উপজেলা সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের কুমখালীর খুদখালী এলাকার পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বেঁড়িবাঁধ পরিদর্শন করেন।

আরো পড়ুন :
রাণীশংকৈলে আরো ২ জন করোনা রোগী শনাক্ত
মানবতার সেবায় এগিয়ে আসলো সোনাতুন্দী গ্রামের মানবতার দেওয়াল
দুস্থদের মাঝে ইবি সাধারণ কর্মচারী সমিতির ত্রাণ বিতরণ

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, সহকারি কমিশনার(ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফি, ওসি (তদন্ত) আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, আওয়ামীলীগ নেতা এস এম আয়ুব আলী, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর।

মে ২৩, ২০২০ at ১৭:৪১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ইএইচ/এএডি