১৪৩ বস্তা সরকারি চাল পাচারের সময় ডিলারসহ আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চাল পাচারের সময় ডিলার জিল্লুর রহমান ও নসিমন চালক শিপন মিয়াকে (৩৯) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জিল্লুর রহমান শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি।

আরো পড়ুন :
কানাডায় তৈরি কভিড-১৯ এর সম্ভাব্য একটি টিকার প্রাথমিক সাফল্য
হালদা নদী থেকে রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহ
দুমকিতে তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শালমারা এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চালসহ নছিমন চালককে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারের গোডাউনে চালের হিসেবের গরমিল পান। পরে আটক নসিমন চালকের স্বীকারোক্তি মোতাবেক ডিলার জিল্লুর রহমানকেও আটক করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে । জিল্লুর রহমানের ডিলারশিপ বাতিলসহ সব ধরণের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মে ২৩, ২০২০ at ১১:৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি