যশোরে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ১৭ মে বেলা একটা ৫০ মিনিটে জাহানারা হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে মহিলা পেয়িং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। একইসঙ্গে তাকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১৯ মে) তিনি মারা যান।

আরো পড়ুন :
মাছরাঙা টেলিভিশনের ৭ দিনব্যাপী ঈদ নাটক
সিরাজগঞ্জে পুলিশ অফিসারের মার্কেট করার ভিডিও ফেসবুকে ভাইরাল
শো অফ নিয়ে দুটি কথা

তিনি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহানারা বেগমের বাড়ি শার্শা উপজেলার শালকোনা গ্রামে।

মে ২০, ২০২০ at ১২:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিটি/এএডি