ঈদ উপলক্ষে পুলিশ সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৯ মে) বিকালে পুলিশের সুপারের কার্যালয় হতে এসব উপহার সামগ্রী পুলিশ সদস্যদের হাতে তুলে দেন এসপি জাহিদুল ইসলাম।

এ সময় পুলিশ, নন পুলিশ (সিভিল স্টাফ), আনসার ও আউটসোর্সিং স্টাফদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন :
চৌগাছায় ইটভাটার ট্রাকের চাপায় নিহত ১, আহত ১
পাইকগাছা পৌর মেয়র দু’মাসের সম্মানি ভাতা দান করলেন কর্মহীনদের মাঝে
চৌগাছায় ছাত্রদলের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

তন্মধ্যে জেলা পুলিশ-১১০৮ জন, আরআরএফ পুলিশ-১২৭ জন, আনসার-১২৫ জন, নন পুলিশ (সিভিল স্টাফ)-১৯ জন ও আউট- সোর্সিং স্টাফ-২১জন। বর্তমানে জেলা পুলিশ চুয়াডাঙ্গায় কর্মরত ক্ষেত্রমতে পদ ও পদমর্যাদা অনুযায়ী ঈদ উপহার সামগ্রী হিসাবে পাঞ্জাবি-১৬০টি, থ্রি পিস-১৩টি, শাড়ি-০৬টি ও মগ-১৫০০পিস বিতরণ করা হয়। ফলে জেলা পুলিশে কর্মরত সকল পর্যায়ের সদস্যদের কর্মস্পৃহা, উৎসাহ ও মনোবল আরও বৃদ্ধি পাবে।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মে ১৯, ২০২০ at ১৯:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি