মাগুরা জেলা যুবলীগের হটলাইন টিমের কার্যক্রম সাময়িক স্থগিত

মাগুরায় করোনাভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় দীর্ঘ ৪৭ দিন হটলাইন কার্যক্রম সেবা সোমবার দুপুরে মাগুরা সমাজকল্যাণ অফিসের জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে মাগুরা জেলা যুবলীগের হটলাইন টিমের কার্যক্রমের সমাপনী পর্বের মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাগুরা জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার মাধ্যমে আপাতত মাগুরা জেলা যুবলীগের হটলাইন টিমের কার্যক্রম স্থগিত করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরে নিজস্ব অর্থায়নে টানা ৪৭ দিন কার্যক্রম চলে।

মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান, আমরা জেলা যুবলীগ যে কোন কঠিন সময়ে দেশের ও দেশের ক্রান্তিলগ্নে জনগণের সেবাই সর্বদা নিয়োজিত এই হটলাইন টিম। এই হটলাইন টিমের মাধ্যমে মাগুরা জেলার ৩ হাজারের অধিক হত-দরিদ্র মানুষের মাঝে সেবা প্রদান করা হয়েছে। আপাতত এই হটলাইন টিমের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এই টিমের কার্যক্রম চালু হবে।

মে ১৮, ২০২০ at ২০:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এএডি