মৃত্যুপথযাত্রী শামছুর জামানের দেশে ফিরে আসার আকুতি

যশোর জেলার কেশবপুরের যুবক মালয়েশিয়ায় মৃত্যুপথযাত্রী শামছুর জামানের দেশে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য প্রার্থনা করেছেন।

আরো পড়ুন :
বকেয়া বেতনের দাবিতে মোচিক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
নির্দেশনা অমান্য করে দোকান খোলায় ক্রেতা বিক্রেতাসহ ২৪ জনকে জরিমানা
মানবতার সেবায় একজন পুলিশ সদস্য

জানাগেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মেহেরপুর গ্রামের শামছুর জামান বিগত ৬ মাস পূর্বে ধার-দেনা করে শ্রমিক ভিসা নিয়ে মালয়েশিয়ায় যান। মালয়েশিয়ায় যাওয়ার পর তার গলায় আলসার ধরা পড়ে। দুই মাস কাজ করার পর করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে টাকা নিয়ে চিকিৎসা করে কোন ফলাফল না হওয়ায় বর্তমানে তিনি মালয়েশিয়ায় প্রবাসী জহরবারু তামান মেগারিয়ায় মৃত্যুর দিন গুনছেন। শামছুর জামান দেশে ফিরে আসার জন্য বাংলাদেশ হাইকমিশনে বার বার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করছে না। এমনিকি বাংলাদেশ হাইকমিশনের ফেজবুক পেজে বার বার মেসেজ পাঠালেও কোন সাড়া মেলেনি।

এব্যাপারে গলায় আলসার রোগে আক্রান্ত যুবক শামছুর জামান বাংলাদেশে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন। +৬০১১২৬৩৫৯৪৬৬/+৬০১৪৩২৩১৬১৫ নম্বর ফোনে যোগাযোগের জন্য শামছুর জামান অনুরোধ করেছেন।

মে ১৮, ২০২০ at ১৮:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এএডি