কেশবপুরে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান

যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে কেশবপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলার সভাকক্ষে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৮৬ পরিবারের মাঝে চাউল, ডাউল, তৈল, চিনি, চিড়া, সোলা, সাবান ও লবণ বিতরণ করেন যশোর জেলা পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন।

আরো পড়ুন :
রাণীনগরে ইজারাকৃত পুকুরে জবর দখল করে মাছ ধরার অভিযোগ
রাণীনগরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
বকেয়া বিল বেতনের দাবিতে মোচিকের এমডিকে অবরুদ্ধ

উল্লেখ্য ইতিপূর্বে যশোর জেলা পরিষদের উদ্যোগে কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ন কেন্দ্রে ১ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, প্যানেল চেয়ারম্যান গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

মে ১৩, ২০২০ at ১৭:৩৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এএডি