রূপগঞ্জ থানার ৯ পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একদিনে করোনা পজেটিভ হয়েছে ৯ পুলিশ কমর্কর্তা। তারা সকলে রূপগঞ্জ থানা কমপ্লেক্সে অবাসিক ভবনে কোয়োরেন্টিনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ ফয়সাল আহমেদ।

আরো পড়ুন :
যবিপ্রবির শিক্ষক লাঞ্ছিত : ১৭ দিনেও বিচার পাননি
করোনা আক্রান্তদের বাড়িতে খাবার দিলেন এ্যাড: সুমন
বঙ্গবন্ধুর বাংলাদেশে একটি মানুষও না খেয়ে থাকবে না : ইসরাফিল আলম এমপি

আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ ফয়সাল আহমেদ জানান, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রূপগঞ্জ থানার ১৪জন পুলিশ কর্মকর্তার করোনা পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সোমবার সন্ধ্যার সময় ১৪ জনের মধ্যে ৯ জনের করোন পজেটিভ আসে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আমাদের থানার একজন পরিদর্শকসসহ ৯ উপপরিদর্শক ও উপ সহকারী পরিদর্শক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আপাতত থানা বাসভবনে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে হাসপাতালে স্থানান্তর করা হবে।

মে ১১, ২০২০ at ২০:৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এলআর/এএডি