মাগুরায় বরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

মাগুরা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে শনিবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাঁছাইয়ের উদ্দেশে উন্মুক্ত লটারি সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন :
দামুড়হুদায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
শ্রীপুরে দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
রাণীনগরে মা, ছেলের রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সদসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ অনেকেই।

উপজেলায় ১৮ শ’ মেট্রিক টন বরো ধান সংগ্রহের জন্য বড়, মাঝারি এবং ছোট ৩ ধরণের কৃষক নির্বাচন করা হয়।

মে ০৯, ২০২০ at ১৪:২৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এএডি