জীবননগরে পিতা-পুত্রের বিরুদ্ধে এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে পিতা-পুত্রের বিরুদ্ধে। আহত ব্যক্তি হরিহরনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের সামনে দিয়ে একটি শিশুর যাতায়াত করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। ঘটনার জের ধরে হরিহরনগর গ্রামের মৃত ভোলাই মণ্ডলের ছেলে আব্দুল আলিম ঘবা ও তার ছেলে নাজমুল ইসলাম লোহার রড দিয়ে কপালে আঘাত করে রক্তাক্ত জখম করে মফিজুলকে। তার চোখ এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরো পড়ুন :
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৭০৬, সুস্থ ১৩০
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
করোনা : লকডাউন শিথিলে ভারতে আক্রান্তের হিড়িক

মফিজুলের চিৎকারে পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তার কপাল ও চোয়ালে মোট ২১টি সেলাই করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

এ ঘটনায় আহতের ভাই মোঃ আবু সাঈদ বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন।

মে ০৭, ২০২০ at ১৪:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি