করোনা আক্রান্তের মাঠ থেকে ভুট্টা তুলে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করেছে পুলিশ

চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের করোনায় আক্রান্ত যুবকের রোপিত ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করে দিয়েছেন পুলিশ ও স্বেচ্ছাসেবক দল। বুধবার সকালে ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াজাতকরণ শুরু করা হয়।

আরো পড়ুন :
কুখ্যাত ইয়াবা ব্যবসায়ি খাদেমুল গ্রেফতার
শিবগঞ্জে বিধবা ও কর্মহীন পরিবারের মাঝে ছাত্র নেতার মাছ ও সবজি বিতরণ
প্রতিপক্ষকে ফাঁসাতে ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ওই যুবকের পরিবার জানায় তাদের একখণ্ড জমিতে ভুট্টা আছে, কিন্তু তারা ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করতে পারছে না। এই খবর শোনার পর তদন্ত করে জানতে পারি তারা সত্যিই অসহায়। এই কারনে জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবক মিলে ভুট্টা মাঠ থেকে তুলে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করে দেয়।

উল্লেখ্য উক্ত যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি মাঠপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের এক সন্তান। সম্প্রতি আইইডিসিআর থেকে তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস (কোভিড১৯) শনাক্ত হয়।

মে ০৬, ২০২০ at ১৭:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি