প্রণোদনার দাবিতে গাইবান্ধায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

করোনায় কর্মহীন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের প্রণোদনার দাবিতে গাইবান্ধা সদর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকালে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহা সড়কের দারিয়াপুর নামক স্থানে দারিয়াপুর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কর্মসূচিতে আশ পাশের স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মচারি অংশ নেয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দারিয়াপুর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মন।

বক্তরা বলেন, অদৃশ্য শক্তি করোনার কারণে স্কুল দু’মাস ধরে বন্ধ রয়েছে। কবে খুলবে তার কোন নিশ্চয়তা নাই। ফলে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দেয়ালে পীঠ ঠেকেগেছে। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। সরকারের কাছে আমাদের আকুল আকুল আবেদন প্রতি মাসে যেন আমাদের এই করোনা কালে প্রণোদনার ব্যবস্থা করা হয়।

মে ০৬, ২০২০ at ১৩:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসবি/এএডি