কোটচাঁদপুরে আরো এক চিকিৎসক করোনায় আক্রান্ত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। মঙ্গলবার (০৫ মে) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

আরো পড়ুন :
লালপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৮, আটক ১
শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
তালতলীতে মামলার এজাহারভুক্ত আসামি নজরুল আটক

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের (মেডিকেল অফিসার) নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছিল। মঙ্গলবার (০৫ মে) সকালে ওই চিকিৎসকের শরীরে করোনা পজেটিভের রিপোর্ট পায়। করোনায় আক্রান্ত চিকিৎসক বর্তমানে হোম আইসোলেশনে আছেন বলে জানান ডাঃ আব্দুর রশীদ। এপর্যন্ত উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন চিকিৎসক সহ ৩ জন করোনায় আক্রান্ত হলেন।

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত একজন রোগীর চিকিৎসা সেবা দিতে তার সংস্পর্শে গিয়েছিলেন ওই চিকিৎসক। সেখান থেকে কোভিড-১৯ এ সংক্রমিত হতে পারেন বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

মে ০৫, ২০২০ at ১৮:১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমআর/এএডি