শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

বগুড়ার শিবগঞ্জে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছে গৃহবধূসহ ২টি শিশু সন্তান।

আরো পড়ুন :
চট্টলকন্যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতার জন্মদিন আজ
পাইকগাছায় বনবিবির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
পাইকগাছায় যৌন নিপীড়ন মামলায় ঝন্টু আটক

জানা যায়, মঙ্গলবার বেলা ৩ টায় কাল বৈশাখী ঝড়ে এলাকার আকবর আলীর ছেলে টিএনটি (টেলিফোন অফিসের) কর্মচারী আনোয়ার হোসেনের টীন শেড পাকা বাড়ীর ছাউনী ঝড়ে বাড়ির পার্শ্বে পুকুরে উড়ে পরে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এসময় তার বাড়িতে থাকা তার স্ত্রী মুরশিদা খাতুন ও তার ছেলে মাশরাফী (১০) আদনান (৪) অল্পের জন্য বেঁচে যায়। এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, কালবৈশাখী ঝড়, বৃষ্টিতে আমার বাড়ির টিনের ছাউনীসহ টিভি, ফ্রিজ, আলমারীসহ আসবাবপত্র ব্যাপক ক্ষতি সাধন হয়। এতে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি একজন সামান্য কর্মচারী আমার বাড়ি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।

বর্তমানে বাড়ির আঙ্গীনায় কোন রকমে মাথা গোজার ঠাঁই করে বসবাস করছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর সহ আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি।

মে ০৫, ২০২০ at ১৯:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি