চৌগাছা হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

ডাক্তারগণ নিরাপদে থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার জন্য যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় হাসপাতাল চত্ত্বরে এই নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। এ সময় হাসপাতালের দুই জন নার্সের নমুনা সংগ্রহ করা হয়।

আরো পড়ুন :
চৌগাছায় আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, বন্ধ অপারেশন কার্যক্রম
কেশবপুরে আরো এক স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত
প্রশাসনের নাকের ডগায় অভিনব কায়দায় মুক্তিযোদ্ধার ৩০ হাজার টাকা ছিনতাই

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.এম মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার, মেডিকেল অফিসার ডাঃ আহম্মেদ ফয়েজ বিন সাদ, ডাঃ হাদিউর রহমান, ডাঃ সানজিদা, ডাঃ আনজুম, প্রভাষক ও সাংবাদিক অমেদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ আলম, উপজেলা যুবলীগ নেতা হারুন-অর-রশিদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ।

মে ০৫, ২০২০ at ১৭:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এএডি