কেশবপুরে দরিদ্রদের মাঝে পৌর মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুর পৌরসভার অর্থায়নে পৌরসভার ৪ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার সকালে কর্মহীন অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউলসহ খাদ্যসাগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সভাপতিত্বে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শান্তি পাড়া ও মাছ বাজারের অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরবসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
দুমকিতে বিদেশ ফেরত যুবক করোনা আক্রান্ত
শিবগঞ্জে গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ
চৌগাছা বাজারে মানুষের উপস্থিতি দিনদিন বৃদ্ধি পাচ্ছে

এছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার অর্থায়নে করোনা ভাইরাসে আক্রান্ত লকডাউনকৃত সকল পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ১ কেজি করে ডাউল, ১ কেজি করে আলু, ৫০০ গ্রাম করে তৈল, ৫০০ গ্রাম করে পেয়াজ, ৫০০ গ্রাম করে লবণ, ২৫০ গ্রাম করে কাচা মরিচ, ৫০০ গ্রাম করে পটোল, ৫০০ গ্রাম করে টমেটো ও ৫০০ গ্রাম করে কাঁচকলা প্রদান করেছেন।

অপরদিকে পৌর মেয়র রফিকুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে প্রতিদিন অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন।

মে ০৪, ২০২০ at ১৮:৫৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর/এএডি