দুমকিতে বিদেশ ফেরত যুবক করোনা আক্রান্ত

পটুয়াখালীর দুমকিতে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে আইইডিসিআর থেকে প্রাপ্ত ৪জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৩ জনের নেগেটিভ ও বিদেশ ফেরত কালাম তালুকদার (হৃদয়) নামের এক যুবকের রিপোর্ট পজেটিভ এসেছে। বিদেশ ফেরত যুবকের গ্রামের বাড়ি লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

আরো পড়ুন :
সরকারি চাকরিজীবীরা ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না
যশোরে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন
চৌগাছায় মৎস্য চাষীদের মাঝে পোনা ও উপকরণ বিতরণ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা (টিএইও) ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, কালাম তালুকদার (২৭) নামের এক বিদেশ ফেরত যুবকসহ মোট আক্রান্তের সংখ্যা ৬ জনে দাড়িয়েছে। গত শুক্রবার ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। সোমবার(৪ মে) দুপুরে সিভিল সার্জন অফিস থেকে পরীক্ষার ফলাফল জানানো হয়। এতে প্রেরিত নমুনা পরীক্ষার রিপোর্টে ৩ জনের নেগেটিভ ও কালাম তালুকদারের রিপোর্ট পজেটিভ এসেছে। কালাম তালুকদারকে ওই বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

মে ০৪, ২০২০ at ১৮:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/জেইউ/এএডি