চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

চুয়াডাঙ্গা জেলার জীবননগর-দর্শনা মহাসড়কে উথলী গ্রামের আমতলা নামক স্থানে মাছবাহী অবৈধ যান আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার (৪ মে) আনুমানিক সকাল ৭ টার সময় উথলী আমতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে পাশ্ববর্তী মহেশপুর উপজেলা থেকে কিছু ব্যবসায়ী মাছ বিক্রয়ের উদ্দেশে চুয়াডাঙ্গা মাছ বাজারে যাওয়ার পথে আলমসাধুর ডান চাকা বাস্ট হয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দূর্ঘটনা ঘটে।

এই দূর্ঘটনায় মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের, মৃত সলেমান হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(৩১), মৃত শমসের আলীর ছেলে শুকুর আলী (৬০), মোঃ শুকুর হোসেন (৫২) গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

মে ০৪, ২০২০ at ১২:৪৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি