কৃষকের ধান কেটে সহযোগিতা করলেন কেন্দ্রীয় কৃষকদলের নেতা শফিক

কোভিড -১৯ মহামারিতে দেশব্যাপী শ্রমিক সংকটের কারণে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশে যশোরের চৌগাছায় এক কৃষকের জমির ধান কাটলেন কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক।

শনিবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের মোঃ আবুল হোসেনের ১ বিঘা জমির ধান কাটেন তিনি। এ সময় কৃষক দলের কর্মী মোসলেম উদ্দিন, আবুল, উজ্জল, হাসেম, জাবেদুর, রবিসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
জীবননগরে ভ্রাম্যমান আদালতের অভিযান : অর্থদণ্ড
করোনা : প্রথম পর্যায়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজা মওকুফ ৩৩ কয়েদির
দলবেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনার বর্ণনা দিল জহিরুল

কৃষকদলের নেতা ও সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক বলেন, সারাদেশে করোনা ভাইরাসের কারণে অনিদিষ্ঠ কালের জন্য লকডাউন চলছে, যার কারণে বাহিরের জেলার ধান কাটা শ্রমিক আসতে পারেনি। আর এই জন্যই আমাদের উপজেলায় ধান কাটা শ্রমিক সংকট হয়েছে। বেশ কয়েকজন কৃষকদলের কর্মী নিয়ে আমি ওই কৃষকের ১ বিঘা জমিরধান কেটে দেয়েছি।

মে ০৩, ২০২০ at ২০:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমই/এএডি