ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ

মহামারী করোনা ভাইরাসের কারণে চুুুুয়াডাঙ্গায় দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (০২ মে) দুপুর ১২ টায় আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে সদর উপজেলার ৩০০ দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে এই ত্রাণ সমগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

আরো পড়ুন :
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রায়পুরে কাঁচাবাজার স্থানান্তর
করোনাযুদ্ধেও এক যোদ্ধার ভুমিকা রেখে যাচ্ছেন সোহেল আহমেদ
শিবগঞ্জে চৌধুরী পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, সহকারী পরিচালক বাসুদেব ঘোষ, কামরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, আনসার ও ভিডিপির সিএ ও কোম্পানি কমান্ডার মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, সার্কেল অ্যাডজুটেন্ট সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ। এছাড়াও দেয়া হয় স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ১টি করে সাবান ও মাস্ক।

পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝেও এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন।

মে ০২, ২০২০ at ১৭:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি