চলছে লুকোচুরি, বাড়ছে মৃত্যুর মিছিল!

রাশেদা রওনক খান
শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

যোদ্ধারা একের পর এক আক্রান্ত হচ্ছে, কেউ কেউ তাঁদের মাঝে মারা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের এক সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিন মাত্র ৪০ বছর বয়সে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন| তাঁর ৫ বছরের শিশু আব্দুল্লাহকে কি জবাব দেবো আমরা? আমাদের লুকোচুরি খেলা তোমার বাবাকে মেরে ফেলেছে? শিশু আব্দুল্লাহর মাথায় হাত বুলিয়ে কি বলছে বাবার সহযোদ্ধা কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম? জানিনা… কেবল জানি, আমরাই দায়ী এই মৃত্যুর জন্য| পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৮১, এর মধ্যে ১২ জন নারী সদস্য। করোনার বিরুদ্ধে লড়াকু সকল যোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা!

এই লুকোচুরি চলছে স্বাস্থ্যকর্মীদের সাথেও! এর ফলাফল ৭০০র উপরে স্বাস্থ্যকর্মী আক্রান্ত| মারা গেছেন কয়েকজন|

নিজেরাও মরছি, যোদ্ধাদেরও মেরে ফেলছি! গত ২৪ ঘণ্টায় (২৭ এপ্রিল দুপুর আড়াইটা থেকে ২৮ এপ্রিল দুপুর আড়াইটা পর্যন্ত) ৮ জন মারা গেছে!

তবুও থামবেনা আমাদের লুকোচুরি খেলা… থামবেনা আমাদের গার্মেন্টস শিল্প, থামবেনা আমাদের ইফতার শিল্প, থামবে না আমাদের প্রতিদিনের বাজার করার ধুম, আড্ডা মারার চর্চা, থামবো না আমরা!

শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।