চুয়াডাঙ্গায় সিনিয়র নার্সসহ আরোও ৬ জন আক্রান্ত

চুয়াডাঙ্গায় সিনিয়র নার্সসহ নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলায় ৪ জন ও সদর উপজেলায় ২ জন।

আক্রান্তরা হলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র নার্স মেহেরুন নেছা, চুয়াডাঙ্গা সদরের রিকি, আলমডাঙ্গার শাকিল, শিল্পী, সবুজ ও খাইরুল। এরা কয়েকদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে চুয়াডাঙ্গা ফিরেছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের এলাকা লক ডাউন করা হয়েছে।

হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান আমজাদুল ইসলাম চনচল বলেন, জেলার চার উপজেলা থেকে এ পর্যন্ত মোট ১৫৮ জনের দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর, খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরমধ্যে আজ বৃহস্পতিবার ৩৯ জনের তথ্য এসেছে। তাতে ৬ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

এপ্রিল ২৩, ২০২০ at ০২:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএড