অসহায় দুগ্ধ খামারীদের পাশে র‌্যাব

পুষ্টিকর সুষম খাদ্য হিসেবে দুধ অতুলনীয়। আর তাই সারা বিশ্বেই দুধের চাহিদা ব্যাপক। তবে সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে লকডাউনে রয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশ। এমনটাই ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়ার দুগ্ধ খামারীদের ক্ষেত্রে। উৎপাদন খরচের অর্ধেক দাম না পেয়ে দুধ ফেলে দিচ্ছে তারা।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে ১৬৯ নমুনা সংগ্রহ : ৮৩ জনের মধ্যে ২জন শনাক্ত
বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী”
মাগুরায় আরো ১ জন করোনা রোগী শনাক্ত

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে র‌্যাব-১২’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম নির্দেশক্রমে একটি বিশেষ প্রতিনিধি দল এগিয়ে আসেন পোতাজিয়ার দুগ্ধ খামারীদের পাশে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস-১২’র মিডিয়া অফিসার লেঃ এম এম এইচ ইমরান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহজাদপুরের পোতাজিয়ার দুগ্ধ খামারীদের পাশে দাড়ানো র‌্যাবের একটি ক্ষুদ্র প্রয়াশ। ৩,৫০০ লিটার দুধ আমরা সংগ্রহ করছি। খামারিদের পাশে থেকে ভবিষ্যতেও করবো। এতে করে হয়তো তাদের আর্থিক ক্ষতির কিছুটা অবসান ঘটবে। আমাদের পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবানরা যদি দুগ্ধখামারীদের পাশে দাড়ান, তাহলে আশা করা যায় যে তারা দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

এপ্রিল ২৩, ২০২০ at ০১:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি