বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী”

প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে “সেইভ তালতলী সংগঠন” এর অর্থায়নে খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বুধবার সন্ধ্যায় “সেইভ তালতলী সংগঠন”এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত, কর্মহীন তালতলী বাজার, ইউনিয়ন পরিষদের সংলগ্ন, মালিপাড়া, শিকারীপাড়ার ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন তালতলী উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সেইভ তালতলী সংগঠনের সদস্যরা।

আরো পড়ুন :
মাগুরায় আরো ১ জন করোনা রোগী শনাক্ত
সাকিবের ঐতিহাসিক ব্যাট বিক্রি ১৮ লাখ টাকায়
তালতলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করতে আসতেছে মোঃ আসাদুজ্জামান

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র, শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা জন্য “সেইভ তালতলী সংগঠন”সদস্যরা এ উদ্যোগ নিয়েছেন। এ পরিবারগুলোর মধ্যে তালতলী উপজেলার মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত, কর্মহীন মানুষ খুঁজে খুঁজে ১০০ পরিবারকে বুধবার সন্ধ্যায় তালতলী উপজেলা চেয়ারম্যানের রেজবী উল কবির জোমাদ্দার নেতৃত্বে “সেইভ তালতলী সংগঠন” সদস্যরা ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌছে দেন।

“সেইভ তালতলী সংগঠন” উদ্যোগে সামাজিক সুরক্ষা বজায় রেখে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়ায় সদস্যদের এমন মহতি উদ্যোগে অভিভুত তালতলী উপজেলাবাসী। মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত, কর্মহীন প্রত্যেক পরিবারকে চাল ১০ কেজি, আলু ৩ কেজি, ছোলা বুট ১কেজি, পিয়াজ ১কেজি, তৈল ১লিটার, চিনি ১কেজি, চিড়া ১ কেজি, লবন ১ কেজি, ১ টি সাবান দেয়া হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, “সেইভ তালতলী সংগঠন” সদস্য কামরুল আহসান, মারুফ রায়হান তপু জোমাদ্দার, নুরে আলম সুমন, কামাল মোল্লা, মিরাজ জোমাদ্দার, মনিরুজ্জামান মনির, দেবাশীষসহ অন্যান্যসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।