শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষামুলক ভ্রাম্যমান সবজির দোকান চালু

মাগুরার শ্রীপুরে শ্রীপুর অফিসার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে শ্রীপুর সদর ইউনিয়নে আজ ৬ টি ভ্রাম্যমান সবজির দোকান চালু করা হয়েছে। ভ্রাম্যমান সবজির দোকানগুলোর সেবা কার্যক্রম শ্রীপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়াই পৌঁছে যাবে।

আলু ২৫ টাকা, পটল ৩০ টাকা, করলা ২০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, ঢেড়স ৩০ টাকা, পুইশাঁক ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা এবং বেগুন ৩০ টাকা প্রতি কেজির নাম নির্ধারন করা হয়েছে।

আজ ১৯ এপ্রিল রবিবার থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির জানান, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারণ মানুষদের ঘরে রাখার জন্য এ কার্যক্রম পরিক্ষামুলকভাবে পরিচালিত হবে। এ কার্যক্রম সফল হলে উপজেলার অন্যান্য ইউনিয়নে পরবর্তীতে ভ্রাম্যমান দোকানের সংখ্যা বাড়ানো হবে।