ত্রাণ নিতে কেউ বাইরে বের হবেন না, আমি আসবো আপনার বাড়িতে: এমপি আনার

লক ডাউনে বাড়িতে থাকা শ্রমজীবি অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের হাতে খাবার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে ষাটবাড়িয়া গ্রামে কবিরুল ইসলাম নান্নু মেম্বরের উদ্দ্যোগে ১’শ ৬০ জন শ্রমজীবিদের মাঝে এ খাবার সামগ্রী বিতরন করা হয়।

এ সময়ে আগে থেকে ঘোষিত নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রায় ১’শ ৬০ জন হতদরিদ্র মানুষের প্রত্যেকে ৪ কেজি চাউল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ টি করে সাবান ও মাস্ক বিতনর করা হয়।
আরও পড়ুন: করোনা তহবিলে ইউপি সদস্যদের এক মাসের ভাতা জমা দানের আহ্বান ইউপি সদস্য নাসিরের

ইউপি মেম্বর কবিরুল ইসলাম নান্নু বলেন, সরকার সর্বোচ্চ পর্যায় থেকে যা দিয়েছেন তাতে কোন মানুষ অনাহারে থাকবে না। করোনা প্রতিরোধে প্রত্যেককে ঘরে থাকা নিশ্চিত করতে হবে। তাই আমি নিজ উদ্দ্যোগে সরকারের পাশাপাশি অসহায় মানুষকে কিছুটা সহযোগিতা করছি।

সাংসদ আনোয়ারুল আজীম আনার বলেন, আপনারা কেউ ঘরের বাইরে আসবেন না। আমি আপনাদের বাাড়ি বাড়িতে খাবার নিয়ে আসবো। বর্তমান মহামারি করোনা থেকে বাঁচতে নিজের কথা, পরিবারের কথা সর্বোপরি দেশের কথা ভেবে আপনারা বাড়িতে নিরাপদে থাকুন।

দেশদর্পণ/বিএইচবি/এসজে